দামুড়হুদা প্রতিনিধি: ‘মানসম্মত শিক্ষা-শেখ হাসিনার দীক্ষা’ এ স্লোগানকে সামনে রেখে দামুড়হুদায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৮’র অংশ হিসেবে শিক্ষক সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও জাতীয় শিক্ষা মেলার সমাপনী করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে দামুড়হুদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দামুড়হদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, ইউআরসি ইন্সট্রাক্টর হাবিবুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার সাকী সালাম, সহকারী শিক্ষা অফিসার আশরাফুল আলম, এসএম তাজকীর আহম্মেদ, আবিদ আজাদ, সেলিম রেজা, শাহরিয়ার কবির, শিক্ষক শামসুন্নাহার, স্বরূপ কুমার দাস, কুতুব উদ্দীন, কামরুল হাসান হিরো, শাপলা প্রমুখ। এর আগে সকালে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় শিক্ষা মেলা ও মিনা প্রদর্শণীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি মেলা প্রাঙ্গণে সুসজ্জিত স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলমসহ নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক এলিজাবেদ আরতি হালসনা ও হারুণ অর রশিদ জুয়েল।