দর্শনা অফিস: অবসরপ্রাপ্ত কেরুজ শ্রমিক দর্শনা শ্যামপুর গ্রামের তছেল উদ্দিন মল্লিক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……….রাজেউন)। গতকাল বুধবার বিকেল ৩টায় নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। বছর তিনেক ধরে পক্ষাঘাত রোগে ভুগছিলেন তছেল মল্লিক। বাদ আছর শ্যামপুর গ্রামের কবরস্থান প্রাঙ্গণে জানাজা শেষে তার দাফন সম্পন্ন করা হয়। তছেল উদ্দিন মল্লিক ছিলেন দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার বার্তা সম্পাদক হুছাইন মালিকের চাচা।