স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১২তম কারাবন্দি দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল আলোচনাসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। জেলা ছাত্রদলের সদস্য মাসুদুল হক মাসুদ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গতকাল বুধবার সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ আয়োজন করা হয়। আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রাজিব খান। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. এমএম শাহাজান মুকুল। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রবিউল ইসলাম বাবলু, পৌর বিএনপির সভাপতি আওরঙ্গজেব বেল্টু, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজি আব্দুল মান্নান, জেলা মৎস্যজীবী সমিতির সবেক যুগ্ম আহ্বায়ক অ্যাড. মানি খন্দকার। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শাহাজাহান খান।