ডাকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নে ১০ টাকা কেজি চাল বিক্রি শুরু হয়েছে। গত বুধবার সকাল থেকে এ চাল বিক্রি শুরু হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল ম-ল, সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান কাজি নাজীর উদ্দীন। চেয়ারম্যান কাজি নাজীর উদ্দীন বলেন, বর্তমান সরকারের ভিষন অনুসারে ডিলারের মাধ্যমে সাধুহাটি ইউনিয়নে দুটি পয়েন্ট করে চাল বিক্রি হচ্ছে কার্ডধারীদের মাধ্যমে একটি ডাকবাংলা বাজারে শহিদুল ইসলাম অন্যটি পারভীন এন্টারপ্রাইজের মাধ্যমে সুষ্ঠুভাবে চাল বিক্রি করা হচ্ছে।