স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান জামিনে মুক্ত হয়েছেন। গতকাল বুধবার আদালতে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। উচ্চ আদালত থেকে জামিনে থাকা মেয়াদ শেষে হলে গত সোমবার চুয়াডাঙ্গা আলমডাঙ্গার আমলী আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন জিল্লুর রহমান। আদালতের বিচারক মুস্তাফিজুর রহমান তার জামিনের আবেদন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানো আদেশ দেন।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার হাপানিয়া গ্রামে গত ঈদুল আযহার নামাজ শেষে স্থানীয় ইউপি সদস্য বক্তব্য দিচ্ছিলেন। তার বক্তব্য তাড়াতাড়ি শেষ করার জন্য কয়েকজন মুসল্লি তাগাদা দেন। এ নিয়ে স্থানীয় ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা ইনতাজুল ও আলমডাঙ্গা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ারসহ তার অনুসারীরা তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই দলের সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহত হন সুইট, ফিরোজ, মকলেস, কায়েম, নজরুল, মন্টু, আজিজুল, জয়নালসহ ১০জন। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে জয়নালকে (৩৫) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জয়নাল। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় বাদী হয়ে আলমডাঙ্গা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন, চিৎলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের মুনসুর আলীর ছেলে জিল্লুর রহমান ও হাপানিয়া গ্রামের ইউনুস আলীর ছেলে ইনতাদুলসহ ২৮ জনের বিরুদ্ধে বিস্ফোরক ও মারামারির মামলা করেন।