জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তালা ভেঙে আলমারির ভেতরে গচ্ছিত থাকা দেড় লাখ টাকা চুরি হয়েছে। গতকাল মঙ্গলবার দিনগত রাতে উপজেলা পরিষদে এ ঘটনা ঘটে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার অফিস ছুটি হওয়ার আগে অফিসের দেড় লাখ টাকা অফিসের আলমারির ভেতর রেখে দেয়া হয়। বুধবার সকালে অফিস খোলার সময় দেখা যায় অফিসের বাইরের দরজার তালা ভাঙা অবস্থায় মাটিতে পড়ে আছে। এরপর ভেতরে প্রবেশ করে দেখা যায় আলমারি ভেঙে তার ভেতরে থাকা টাকা চোরের দল চুরি করে নিয়ে গেছে।
এ ব্যাপারে জীবননগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তালা ভেঙে দেড় লাখ টাকা চুরি হয়েছে বলে প্রাথমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।