স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর গোষ্টবিহার গ্রামের সার ব্যাবসায়ী লাল্টুর বাড়ির গেটে ঝুলানো দু’টি শক্তিশালী বোমা উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল ৭টার দিকে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে এ বোমা উদ্ধার করা হয়।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত গড়াইটুপি ইউনিয়নের গোষ্টবিহার গ্রামের পশ্চিমপাড়ার মকবুল মোল্লার ছেলে সামসুল ইসলাম লাল্টু বাড়ির সাথেই সার, কীটনাশক ও মুদি’র পাকা দোকান দিয়ে ব্যবসা করেন। একটি সূত্র বলেছে, কয়েকদিন থেকে লাল্টুর নিকট কে বা কারা ৭ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। চাঁদার টাকা না দেয়ায় তার বাড়ির সামনের গেটের ওপরে লাল কসটেপে মোড়ানো দু’টি শক্তিশালী বোমা রেখে যায়। সকালে লাল্টু গেটের সামনে বোমা ঝুলানো দেখে আতঙ্কিত হয়ে ওঠে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে তিতুদহ ক্যাম্প পুলিশ ঘটনাস্থল থেকে বোমা দু’টি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে পানি ভর্তি বালতির মধ্যে রাখে। যদিও ব্যবসায়ী লাল্টু চাঁদা চাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তিতুদহ ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই ফারুক হোসেন বলেন, আসলে এগুলো বোমা সাদৃশ্য বস্তু, পানিতে দিতেই ভেসে ওঠে। ভীতি সৃষ্টি করার জন্য হয়তো কেউ এ কাজ করেছে। তবে অপরাধী যেই হোক রেহাই পাবে না।