স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার আলুকদিয়ায় ধর্ষণের শিকার বাকপ্রতিবন্ধী শিশুর পাশে দাড়িয়েছে মানবতা ফাউন্ডেশন। গতকাল বুধবার ধর্ষণের শিকার শিশু চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে আইনি সহায়তা চেয়ে মানবতা ফাউন্ডেশনে আবেদন করে। মানবতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এ তথ্য জানিয়ে বলেছেন, আবেদন পাওয়ার পর ধর্ষণের শিকার ৯ বছর শিশুকে আইনি সহায়তা ও চিকিৎসা সেবা দিতে পাশে দাড়িয়েছে মানবতা। আবেদন গ্রহণের সময় উপস্থিত ছিলেন সংস্থার নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেলের অপারেশন অফিসার অ্যাড. জিল্লুর রহমান জালাল, গণসংযোগ কর্মকর্তা অ্যাড. আতিয়ার রহমান-২, প্রচার ও প্রকাশনা কর্মকর্তা অ্যাড. জাবেদ আলী প্রমুখ।
উল্লেখ্য, গত ৪ মার্চ চুয়াডাঙ্গার আলুকদিয়ার মনিরামপুরে ১০ বছর বয়সি দুই শিশুর পাশবিক নির্যাতনের শিকার হয় ৯ বছরের বাকপ্রতিবন্ধী শিশু। এ বিষয়ে ধর্ষণের শিকার শিশুর পিতা চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।