গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীর সাহারবাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুকের বাড়ির প্রধান ফটক থেকে একটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে গাংনী থানা পুলিশ বোমা সাদৃশ্য বস্তুটি উদ্ধার করে।
জানা গেছে, সাহারবাটি গ্রামের বাসিন্দা সাহারবাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুকের বাড়ির প্রধান ফটকের সামনে গত মঙ্গলবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা একটি বোমা সাদৃশ্য বস্তু রেখে যায়। সকালে ঘর থেকে বাইরে বের হতে গিয়ে বোমা সাদৃশ্য বস্তুটি দেখতে পান চেয়ারম্যানের পরিবারের লোকজন। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল বোমা সাদৃশ্য বস্তুটি উদ্ধার করে। আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে দুর্বৃত্তরা এটি রেখে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
এ প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বলেন, আমার সাথে কারো তেমন শত্রুতা নেই। সাম্প্রতিক সময়ে তেমন কোনো ঘটনাও ঘটেনি যাতে আমি সন্দেহ করতে পারি। তবে ঘরে প্রবেশের পথে যেভাবে বস্তুটি রাখা হয়েছে তাতে বিস্ফোরণ হলে ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিলো। গাংনী থানার ওসি হরেন্দ্র নাথ সরকার বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এর সাথে যারা জড়িত তাদের খুঁজে বের করা হবে।