আলমডাঙ্গা ব্যুরো: প্রধানমন্ত্রীর পর এবার রাষ্ট্রপতির হাত থেকে দেশসেরার স্বীকৃতি নিয়ে নিজ এলাকায় ফিরলো আলমডাঙ্গা কলাকেন্দ্রের শিশু শিক্ষার্থী সিনথিয়া। আন্তঃপ্রাথমিক বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় একক অভিনয়ে সারাদেশে সে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। গত বছর একই প্রতিযোগিতায় পল্লিগীতিতে সে সারাদেশে শ্রেষ্ঠত্ব অর্জন করে প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক নিয়ে ঘরে ফেরে। এছাড়া এ বছর আরও ৩টি বিষয়ে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে জাতীয় প্রতিযোগিতায় অংশ নিতে শিগগিরই ঢাকায় যাচ্ছে সিনথিয়া।
সিনথিয়া রহমান আলমডাঙ্গা উপজেলার ভোদুয়ার সাইদুর রহমান ও নার্গিস পারভীনের কন্যা। সে আলমডাঙ্গা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী। আন্তঃপ্রাথমিক বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় গত বছর সারাদেশে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পুরস্কৃত করা হয়েছে। একক অভিনয়ে সারাদেশে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে সিনথিয়া। তার স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার হাতে তুলে দিয়েছেন স্বর্ণপদক, সনদপত্র ও নগদ টাকার চেক। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে ঢাকার উসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে গতপরশু এ পুরস্কার প্রদান করা হয়। এ বছরেও অনুষ্ঠিত আন্তঃপ্রাথমিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে উপজেলা ও জেলা পর্যায়ে ৩টি বিষয়ে ধারাবাহিক শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। গত ১৯ ফেব্রুয়ারি খুলনা বিভাগীয় প্রতিযোগিতায় অংশ নিয়ে একক অভিনয়, দেশগান ও পল্লিগীতিতে শ্রেষ্ঠত্ব অর্জন করে। এছাড়া গত বছর একই প্রতিযোগিতায় একক অভিনয়ে দেশসেরা হওয়ার গৌরব লাভ করে সিনথিয়া।