আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার আসমানখালীতে শ্যালিকা ধর্ষণের অভিযোগে দ্বিতীয় সালিস বৈঠকও ভেস্তে গেলো। নিজ বতসবাড়িতে তালা লাগিয়ে বাড়ি ছেড়ে পালালো নান্দবার গ্রামের বসতিপাড়ার খলিল উদ্দীনের পরিবার। উল্লেখ্য, নান্দবার গ্রামের খলিল উদ্দীনের ছেলে আলিম গত রোববারে তার খালাতো শ্যালিকাকে নিয়ে আসমানখালী বাজার থেকে মিষ্টি ও থ্রিপিচ কিনে দিয়ে গ্রামের ভারুডাঙ্গা মাঠে ভুট্টাক্ষেত দেখার নাম করে নিয়ে গিয়ে তাকে ধর্ষণের অপচেষ্টা করে। এ বিষয়ে তার খালু শ্বশুর দৈনিক মাথাভাঙ্গা পত্রিকায় এক প্রতিবেদন দেখে নান্দবার গ্রামে এসে মোড়ল মাতব্বারদের কাছে বিচার চায়, এতে প্রথম সালিস বৈঠকে উপস্থিত না হলে তার পিতা দ্বিতীয় দিনে সময় নেয়। এ বিষয়ে গ্রামবাসী বলেন, খলিলের ছেলে আলিম এর আগেও একইপাড়ার এক গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা করে। ওই ঘটনায় গ্রামে সালিস বৈঠকে মাতব্বররা আলিমকে চর-থাপ্পর দিলে পরের দিন আলিম গ্রামের ৫ জনের নামে থানায় ডাকাতি মামলা করে। এ বিষয়ে গ্রামবাসী প্রশাসনের কাছে আশু হস্তক্ষেপ কামনা করছে।