মেহেরপুর অফিস: বাবার কবরের পাশে চির নিদ্রায় শায়িত হলেন মেহেরপুর আমদহ ইউপি’র সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য আবু বক্কর বিশ্বাস। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় মেহেরপুর সদর উপজেলার আমদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার পিতা আমদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আহমদ বিশ্বাসের কবরের পাশে তার লাশ দাফন করা হয়। তার দাফন অনুষ্ঠানে মেহেরপুর জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী ও মরহুমের স্বজনেরা উপস্থিত ছিলেন। এসময় সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন, মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ গোলাম রসুল, মেহেরপুর-১ আসনের সাবেক এমপি আলহাজ জয়নাল আবেদীন, মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহমেদ বিজন, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আক্কাস আলী, আওয়ামী লীগ নেতা অ্যাড. আব্দুস সালাম, জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি কাজি শহীদুল্লাহ, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম পেরেশান, জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল হামিদ প্রমুখ। এর আগে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে তার লাশে ফুল দেয়া হয়। তার নামাজে জানাজায় ও দাফন অনুষ্ঠানে হাজারও মানুষের ঢল নামে।
উল্লেখ্য, ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে প্রায় দু’মাস আগে ভারতের কোলকাতার ঠাকুরপুর ক্যান্সার হাসপাতালে চিকিৎসা নিতে যান আবু বক্কর বিশ্বাস। গত রোববার রাত ৮টার দিকে তিনি সেখানে মারা যান। সব ধরনের আইনি জটিলতা কাটিয়ে গতকাল মঙ্গলবার সকালে আওয়ামী ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে তার লাশ দর্শনা সীমান্ত থেকে গ্রহণ করে গাড়ি বহরে করে মেহেরপুর শহরের নিজ বাস ভবনে নেয়া হয়। সেখানে এক নজর দেখার জন্য তার লাশ সকলের জন্য উন্মুক্ত রাখা হয়। বেলা ১০টার দিকে তার লাশ নিজ গ্রাম মেহেরপুর সদর উপজেলার আমদহে নেয়া হয়।