মাথাভাঙ্গা মনিটর: নিদাহাস ট্রফি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের আগে দারুণ প্রস্তুতি হলো বাংলাদেশ দলের। গতকাল কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে শ্রীলঙ্কার বোর্ড প্রেসিডেন্ট একাদশকে ৪১ রানে হারিয়েছে টাইগাররা। টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৮৬ রান করেন মাহমুদউল্লাহ-মুশফিকরা। জবাবে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশ এক ওভার বাকি থাকতেই ১৪৫ রানে অলআউট হয়।
শুরুটা অবশ্য বাজেই হয়েছিলো বাংলাদেশের। ১৪ রানের মধ্যে ড্রেসিং রুমে ফিরেছিলেন সৌম্য সরকার ও সাব্বির রহমান। কিন্তু ওপেনিংয়ে নামা লিটন দাস ও মুশফিকুর রহিম তৃতীয় উইকেট জুটিতে ৫২ রান তুলে বাংলাদেশকে লড়াইয়ে ফেরান। পরে চতুর্থ উইকেট জুটিতে মাহমুদউল্লাহর সঙ্গে মুশফিক মিলে ৭৪ রান যোগ করলে দলের সংগ্রহ ১৮৬ রানে দাঁড়ায়। সর্বোচ্চ ৬৫ রান এসেছে মুশফিকের ব্যাট থেকে। অধিনায়ক মাহমুদউল্লাহ করেছেন ৪৩ আর লিটন দাস ৪০।
জবাবে নিরোশান দিকবেলা ও দিলশান মুনাবিরা সতর্কতার সঙ্গে ওপেনিংয়ের চেষ্টা করলেও বেশিদূর এগুতে পারেননি। ২৮ রানে ওপেনিং জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় দলটি। দিকবেলা ইনিংস সর্বোচ্চ ২৭ রান কনের। বাংলাদেশের দুই পেসার রুবেল হোসেন ও তাসকিন আহমেদ দুটি করে উইকেট নেন।