নারীর অধিকার নিশ্চিত করতে সকলকে এগিয়ে আসার আহ্বান

আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা-মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে মানববন্ধন

মাথাভাঙ্গা ডেস্ক: ৮ মার্চ আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা-মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এবারের ‘শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা’ ‘সময় এখন নারীর : উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরের কর্ম-জীবনধারা’। মানববন্ধনে নারীর অধিকার নিশ্চিত করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সমাজে নারীরা এখনো অবহেলিত। দেশের বিভিন্ন স্থানে নারীদের ওপর বর্বোর অত্যাচারের প্রতিচ্ছবি প্রায়ই বিভিন্ন সংবাদপত্রের শিরোনাম হচ্ছে। নারীরা দেশের নেতৃত্ব দিচ্ছে। দেশের প্রতিটি উন্নয়নে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা অনস্বীকার্য। সমাজে নারীদের সমান অধিকার নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে।
চুয়াডাঙ্গায় গতকাল মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ওই মানববন্ধনের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদফতর। এতে অংশ নেয় এডাব চুয়াডাঙ্গা জেলা কমিটি। ঘণ্টাব্যাপী মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়াল, প্রোগ্রাম অফিসার সালমা বেগম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাবিলা ছন্দা, জেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্য নুরুননাহার কাকুলী, এডাব জেলা কমিটির সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক ইলিয়াছ হোসেন, ওয়েভ ফাউন্ডেশনের সহকারী পরিচালক জহির রায়হান, আত্মবিশ্বাসের প্রশাসনিক কর্মকর্তা সাহেদ হাসান হালিম প্রমুখ।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় আর্ন্তজাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে মানববন্ধন রচিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার সুফী মোহা. রফিকুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা নির্বাচন অফিসার মোখলেছুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রশিদ, সহকারী প্রোগ্রামার আব্দুল কাদির, আব্দুর রাজ্জাক প্রমুখ। বক্তারা নারীর অধিকার নিশ্চিত করতে সকলকে আন্তরিক হওয়ার আহবান জানান।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলা চত্বরে মানববন্ধন উপলক্ষে আলোচনাসভায় উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) লুৎফুল কবীর। মহিলা বিষয়ক কর্মকর্তা মাকছুরা জান্নাতের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমাজসেবা অফিসার আবু তালেব, অফিস সহকারী হোসনে আরা, কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজা প্রমুখ।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ১১টার সময় জীবননগর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজার সভাপতিত্বে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, উপজেলা মহিলা বিষায়ক কর্মকর্তা রুমানা ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা আ. খালেক, উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সালমা জাহান নিপা প্রমুখ।
মেহেরপুর অফিস জানিয়েছে, আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে ‘শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা’ এই স্লোগানে মেহেরপুর জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থা’র আয়োজনে মেহেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা শিল্পকলা একাডেমির সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন স্থানীয় সরকারের উপপরিচালক খায়রুল হাসান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা একেএম শফিউল আযম, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম, ব্র্যাক’র মেহেরপুর জেলা প্রতিনিধি মোশারফ হোসেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রোগ্রাম অফিসার সেলিম রেজাসহ বিভিন্ন নারী সংগঠনের সদস্য ও এনজিও কর্মীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুর গাংনীতে মানববন্ধন করেছে গাংনী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতর। গতকাল মঙ্গলবার সকালে গাংনী প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাজেদুল ইসলাম ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা খাতুন।
ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জেলা জাতীয় মহিলা সংস্থার আয়োজনে গতকাল মঙ্গলবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় ব্যানার ফেস্টুন নিয়ে নারীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে ঘণ্টাাব্যাপী চলা এই কর্মসূচিতে জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান খালেদা খানমসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা, নারীর অধিকার আদায়ে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।