মাথাভাঙ্গা মনিটর: পিছিয়ে পড়েও ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ এক জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। গত সোমবার রাতে ৩-২ গোলের ব্যবধানে জয় পেয়েছে হোসে মরিনিয়োর শিষ্যরা। ম্যাচের ১১ মিনিটের মাথায় এগিয়ে যায় ক্রিস্টাল প্যালেস। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে ২-০ গোলে এগিয়ে জয় দেখতে শুরু করে ক্রিস্টাল প্যালেস। এরপরই শুরু হয় মরিহোর শিষ্যদের তাণ্ডব। ৫৫ ও ৭৬ মিনিটে দুটি গোল করে সমতায় ফেরে ম্যানচেস্টার ইউনাইটেড। ৯০ মিনিটে দলের পক্ষে জয়সূচক গোলটি করেন নিমাঞ্জা ম্যাটিক।
এই জয়ে ৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৭৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটি।