যারা এতিমের টাকা চুরি করে তাদের হাতে দেশ নিরাপদ নয়
দামুড়হুদা প্রতিনিধি: দেশের উন্নয়নে নারীদের বড় ধরনের ভূমিকা রয়েছে। নারীকে পেছনে রেখে দেশ এগিয়ে যেতে পারে না। বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে পরিণত করতে নারী শিক্ষার প্রতি আমাদের সর্বাধিক গুরুত্ব দিতে হবে। গতকাল মঙ্গলবার দামুড়হুদার গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময়সভায় এমপি আলী আজগার টগর উপরোক্ত কথাগুলো বলেন। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইউপি সদস্য লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আলী আজগার টগর আরও বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। তারই ঐকান্তিক প্রচেষ্টায় দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। কৃষি, স্বাস্থ্য, শিক্ষা থেকে শুরু করে বিধবাভাতা, বয়স্কভাতা, প্রতিবন্ধীভাতা, মাতৃত্বকালীনভাতা তারই চিন্তা চেতনার ফসল। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি আবারও নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান। তিনি জামায়াত-বিএনপির উদ্দেশে বলেন, যারা এতিমের টাকা চুরি করে তাদের হাতে দেশ কখনই নিরাপদ হতে পারে না।
দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা মডেল থানার ওসি মোহাম্মদ আকরাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, প্রধান শিক্ষক আব্দুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহিদুল ইসলাম, আ.লীগ নেতা হাজি বদর উদ্দীন, ফরজ আলী, আক্তারুজ্জামান, আব্দুল করিম, জেলা পরিষদের সদস্য শফিউল কবির ইউসুফ, তানিয়া খাতুন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলী, যুবলীগ নেতা সেলিম উদ্দীন বগা, আব্দুর রাজ্জাক, আব্দুল হালিম ভুট্টু, সাহেব আলী, রকিবুল ইসলাম, আনিছুজ্জামান আনিছ, হাতেম আলী, দর্শনা কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অপু সরকার, ছাত্রলীগ নেতা লিমন খান, রাসেল, রায়হান প্রমুখ।