দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় দুস্থদের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, উপসহকারী প্রকৌশলী (দুর্যোগ) নুরুজ্জামান, সাইফুর রহমান মালিক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা পরিষদের সদস্য শফিউল কবির ইউসুফ, তানিয়া খাতুন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলী, ইউপি সদস্য লুৎফর আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু, দর্শনা কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অপু সরকার, হাউলী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রায়হান প্রমুখ।
উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত দামুড়হুদার চিৎলা দাসপাড়ার ৩৫জন দুস্থ নারী-পুরুষের মাঝে পাথাপিছু ৫ কেজি করে চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি চিনি, ১ কেজি চিড়া, ১ কেজি লবণ, ১ কেজি মুড়ি, ১ প্যাকেট বিস্কুট, মোমবাতি ও ম্যাচ বিতরণ করা হয়। অনুষ্ঠানটির সার্বিক দায়িত্বে ছিলেন জাকির হোসেন।