মোস্তাফিজ কচি: দামুড়হুদার অন্যতম বৃহৎ ঐতিহ্যবাহী কার্পাসডাঙ্গা বাজারের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসি ক্যামেরা বসানো হয়েছে। বাজার উন্নয়ন প্রকল্পের ১ লাখ টাকা দিয়ে এ ক্যামেরা স্থাপন করা হয়। গতকাল মঙ্গলবার ৪টি পয়েন্টে ৮টি ক্যামরা বসানো হয়। ক্যামেরাগুলো নিয়ন্ত্রণ থাকবে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অফিস কক্ষে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকার দেশের গুরুত্বপূর্ণ শহর, বাজার, স্থাপনা অফিস, থানাসহ বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপনা করেছে। চুরি, ছিনতাই ও হত্যাযজ্ঞসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা- নিয়ন্ত্রণ করতে এ ক্যামেরা স্থাপন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির দাবির প্রেক্ষিতে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান ও মডেল থানা অফিসার ইনচার্জ আকরাম হোসেনের অনুরোধে বাজার উন্নয়নের টাকায় সিসি ক্যামেরা স্থাপনের জন্য কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান ভুট্ট ব্যবস্থা নেয়ার জন্য বলেন। পরে ইউপি চেয়ারম্যান বাজার উন্নয়ন প্রকল্প থেকে ১ লাখ টাকা দিয়ে বাজারের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে সিসি ক্যামেরা স্থাপন করেন। ক্যামেরাগুলো কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ থেকে নিয়ন্ত্রিত হবে। বাজারের গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করায় উপজেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনকে স্বাগত জানিয়েছেন কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির নেতৃবৃন্দসহ সচেতন মহল।