স্টাফ রিপোর্টার: ‘পরিকল্পিত পরিবারে গড়বো দেশ, উন্নয়ন আর সমৃদ্ধির বাংলাদেশ’ প্রুতিপাদ্যকে সামনে নিয়ে চুয়াডাঙ্গায় পরিবার পরিকল্পনা মেলা ২০১৮ শুরু হচ্ছে আজ। জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগ যৌথভাবে এ মেলার আয়োজন করছে। দু’দিনব্যাপী এ মেলা চলবে আগামীকাল ৮ মার্চ পর্যন্ত। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় অনুষ্ঠষ্ঠিত প্রেসকনফারেন্সে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সৈয়দ ফারুক আহমেদ, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হান্নান, চুয়াডাঙ্গা পরিবার পরিকল্পনার উপপরিচালক মনিরুজ্জামান, মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. বেলাল উদ্দীন প্রমুখ।
প্রেস কনফারেন্সে জানানো হয়, আজ বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ ও বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম উপস্থিত থাকবেন। অনুষ্ঠানসূচির মধ্যে আছে সকাল সাড়ে ১০টায় আলোচনাসভা। বেলা ১১টায় নব দম্পতি এক ও দুই সন্তান বিশিষ্ট দম্পতিদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা। দুপুর ১২টায় মাধ্যমিক স্কুল/মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা। দুপুর সাড়ে ১২টায় বিতর্ক প্রতিযোগিতা (সেমিফাইনাল), স্থান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চুয়াডাঙ্গা। সন্ধ্যা ৬টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামীকাল ৮ মার্চের সমাপনী দিনের কর্মসূচির মধ্যে আছে সকাল ১০টায় রচনা প্রতিযোগিতা (ফাইনাল রাউন্ড)। দুপুর ১২টায় বিতর্ক প্রতিযোগিতা (ফাইনাল রাউন্ড)। বেলা ৫টায় পুরস্কার বিতরণ ও মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানগুলো চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে।