গাংনীতে প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠানে মকবুল
গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীতে আয়োজিত বিজ্ঞান মেলায় ক্ষুদে বিজ্ঞানীদের বিভিন্ন আবিষ্কারের ভূয়সী প্রশংসা করে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন বলেছেন, ছোট ছোট প্রচেষ্টা মানুষকে বৃহৎ সফলতার দিকে নিয়ে যায়। জগৎ বিখ্যাত বিজ্ঞানীদের জীবনী পর্যালোচনা করলে দেখা যায় তারা ছোট থেকেই আবিষ্কারের নেশায় মত্ত ছিলেন। আজকেরই এসব ক্ষুদে বিজ্ঞানীদের আবিষ্কার এক সময় বিশ্বের বুকে দেশের মুখ উজ্জ্বল করবে। আবিষ্কারের এ প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ সংশ্লিষ্টদের বিশেষ নজর দেয়ার আহ্বান জানান তিনি।
গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল। তিনি আরও বলেন, বর্তমান সরকার বিজ্ঞান ও প্রযুক্তির ওপর বিশেষ নজর দিয়েছে। তাই শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তার জায়গা আরও বৃদ্ধি করতে হবে। আমরা ছোটবেলায় এতো সুযোগ পায়নি। সরকার চাচ্ছে তরুণ প্রজন্ম উদ্ভাবনী শক্তিতে জাগ্রত হোক। গাংনী উপজেলা প্রশাসন আয়োজিত দু’দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলায় প্রজেক্ট প্রদর্শনকারী প্রতিষ্ঠান ও ব্যক্তিদের মধ্য থেকে বিজয়ী নির্ধারণ করে পুরস্কার বিতরণ করা হয়। সিনিয়র ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেছেন গাংনীর কৃতিসন্তান দেশ বিখ্যাত মোটরসাইকেল চুরি প্রতিরোধী ডিভাইস আবিষ্কারক এসটিপি পাওয়ার কন্ট্রোল ডিভাইস সত্বাধিকারী শাহাব উদ্দীন। শিক্ষা প্রতিষ্ঠান ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে রাইপুর মাধ্যমিক বিদ্যালয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দেলোয়ার হোসেন ও কৃষি অফিসার কেএম সাহাব উদ্দীন। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও ছাত্র-ছাত্রীবৃন্দ।