স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গা রেলস্টেশন থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত পরিচয়ের আহত ব্যক্তি মারা গিয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জানা গেছে, গত রোববার চুয়াডাঙ্গার আলমডাঙ্গা রেলস্টেশনের ডাউন প্লাটফর্মের ওপর আনুমানিক ৪৫ বছরের অজ্ঞাত এক ব্যক্তি অচেতন অবস্থায় পড়ে ছিলো। তা দেখে স্টেশন মাস্টার আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা অজ্ঞাত ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে অজ্ঞাত ব্যক্তি মারা যান। তার শরীরের রং কালো। পরনে ছিলো পিত্তি রঙের ট্রাউজার। আর শরীরের কোনো পোশাক ছিলো না।