আসমানখালী নান্দবারে শ্যালিকাকে ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগে পুনঃসালিস বৈঠক আজ
আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার আসমানখালী নান্দবারে স্কুলছাত্রী শ্যালিকাকে ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আলিমকে অর্থদণ্ডসহ গ্রাম ছেড়ে চলে যাওয়ার সিন্ধান্ত হতে পারে আজ। না হলে তাকে সমাজচ্যুত করা হতে পারে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে ধর্ষণের অভিযোগে সালিস বৈঠকের সিন্ধান্ত নিলে তা ভেস্তে যাওয়ায় এ সিন্ধান্ত নেয়া হয়। স্কুলছাত্রীর পিতা গ্রামে এসে বিচার দাবি করলে এ সালিস বৈঠকের আয়োজন করা হয়।
জানা গেছে, গত রোববার চুয়াডাঙ্গার আলমডাঙ্গা নান্দবার গ্রামে বেড়াতে আসা খালাতো শ্যালিকাকে নিয়ে আলিম আসমানখালী বাজারে এসে মিষ্টি ও থ্রিপিস কেনেন। এরপর বাড়ি ফেরার পথে ভারুডাঙ্গার মাঠে ভুট্টাক্ষেত দেখানোর নাম করে ভুট্টাক্ষেতের মধ্যে নিয়ে ধর্ষণের অপচেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। এই ধরনের খবর দৈনিক মাথাভাঙ্গা প্রত্রিকায় প্রকাশ হয় শ্যালিকার পিতা নান্দাবার গ্রামে এসে বিচারের দাবি করেন। দাবির প্রেক্ষিতে গ্রামের মণ্ডল মাতব্বররা সালিস বৈঠকের আয়োজন করে কিন্তু বৈঠকে নান্দবার গ্রামের বসতিপাড়ার খলিল উদ্দীনের ছেলে আলিম উপস্থিত না হওয়ায় সালিস বৈঠক ভেস্তে যায়। এ সময় মাড়ল মাতব্বররা সিদ্ধান্ত নেয় আজ বুধবার বিকেল ৪টার পূর্বে অভিযুক্ত আলিম উপস্থিত না হলে ২ লাখ টাকা অর্থদণ্ড দিতে হবে একই সাথে গ্রাম ছেড়ে চলে যেতে হবে। না হলে তাকে সমাজচ্যুত করা হবে।