দামুড়হুদার ঝাঝাডাঙ্গা ও কুড়ুলগাছি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধনকালে এমপি টগর

আপনাদের ভালোবাসার বিনিময়ে এলাকার উন্নয়নে নিজেকে বিলিয়ে দিয়েছি
দর্শনা অফিস/কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার ঝাঝাডাঙ্গা ও কুড়ুলগাছি রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঝাডাঙ্গা গ্রামে ৩৬ লাখ ১০ হাজার ৯৪ টাকা ব্যয়ে ১ কিলোমিটার রাস্তা ও দুপুর ১২টার দিকে উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের কুড়ুলগাছি পশ্চিমপাড়ায় ৩৬ লাখ ৯ হাজার ৯৪০ টাকা ব্যয়ে ১ কিলোমিটার রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। এসময় তিনি বলেন, দীর্ঘ ২১ বছর এ দেশের মানুষ ছিলো চরম অবহেলিত। বিগত দিনে যে সরকারই ক্ষমতায় এসেছে, তারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশের উন্নয়ন না করে করেছে নিজেদের ভাগ্যের উন্নয়ন। সরকারের সম্পদ লুট করে তারা রাতারাতি হয়েছে আঙ্গুল ফুলে কলাগাছ। এ দেশের মানুষ পরপর দুটি নির্বাচনে ব্যালটবিপ্ল¬ব ঘটিয়ে তাদের পছন্দের সরকার আ.লীগ তথা মহাজোটকে নির্বাচিত করে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের উন্নয়নে গ্রহণ করেছেন নানামুখী কর্মসূচি। তারই ধারাবাহিকতায় স্বাধীনতার পরবর্তী সময়ে অবহেলিত এলাকায় উন্নয়নমূলক কার্যক্রম শুরু করেছে শেখ হাসিনা সরকার। আপনারা আমাকে ভালোবেসে পরপর ২ বার নির্বাচিত করেছেন। তাই আমি আপনাদের ভালোবাসার বিনিময়ে এলাকার উন্নয়নে নিজেকে বিলিয়ে দিয়েছি। আপনারা জানেন, আ.লীগ যা বলে তাই করে। তারই অংশ হিসেবে দেশের হতদরিদ্র বয়স্ক জনগোষ্ঠীকে আর্থিক সামলম্বি করতে তাদের মধ্যে বিতরণ করা হচ্ছে বয়স্ক ভাতা কার্ড। বাড়ানো হয়েছে মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, কৃষি উপকরণ কার্ড বিতরণসহ কৃষকদের নানামুখী সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে। তাই আসুন বঙ্গবন্ধুর সোনালী স্বপ্ন বাস্তবায়নে কাঁধে-কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নের জন্য আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনা সরকার গঠন করতে আ.লীগের পতাকা তলে সমাবেত হই। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান, দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, চুয়াডাঙ্গা জেলা আ.লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক, ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, কুড়–লগাছি ইউপি চেয়ারম্যান শাহ এনামুল করিম ইনু, আ.লীগ নেতা মুনতাজ আলী, ইউপি সদস্য আ. রহমান, আয়ুব আলী, মহিউদ্দিন, যুবলীগ নেতা সাইফুল ইসলাম, সাঈদ, ছাত্রলীগ নেতা অপু সরকার প্রমুখ।