জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার উথলী মাধ্যমিক বিদ্যালয় এবং বিসিকেএমপি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় জীবননগর উপজেলা পরিবার পরিকল্পনা অধিদফতরের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দ্বিনেশ চন্দ্র পাল, ডা. মাহমুদা খাতুন, সাংবাদিক জাহিদ বাবু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেখ শামসুল আলম প্রমুখ।