চুয়াডাঙ্গা ভি.জে স্কুলের লাইব্রেরিটির নতুন ভবনে যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের সমৃদ্ধ লাইব্রেরিটি নতুনভাবে শুরু হয়েছে। বিদ্যালয়ের নতুন ভবনের চার তলায় সুন্দর পরিবেশে এর কার্যক্রম গতকাল সোমবার থেকে শুরু হয়। প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন উজ্জ্বল দশম শ্রেণির ছাত্রদেরকে লাইব্রেরিতে ডেকে নিয়ে বইপড়ার গুরুত্ব সম্পর্কে বক্তৃতা করেন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মাথাভাঙ্গার বার্তা সম্পাদক সৃজনী মডেল মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আহাদ আলী মোল্লা ও চুয়াডাঙ্গার ট্রাফিক ইন্সপেক্টর আহসান হাবিব।
জানা গেছে, ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরিটি অসংখ্য বইয়ে সমৃদ্ধ। লাইব্রেরিটি বেশ কিছুদিন অযতœ অবহেলায় ছিলো। ফলে কোনো পাঠক লাইব্রেরিতে ঢুকতো না। প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন উজ্জ্বল বিদ্যালয়ের শিক্ষার্থীদের বইপড়ায় উদ্বুদ্ধ করতে লাইব্রেরিটি ঢেলে সাজানোর উদ্যোগ নেন। এ কাজে সার্বক্ষণিক সহযোগিতা করছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মামুন অর রশীদ। নতুন ভবনে লাইব্রেরির যাত্রা শুরু উপলক্ষে গতকাল সকাল ৮টায় ১০ম শ্রেণির ছাত্রদেরকে ডেকে আলোচনা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক আলোচনায় বলেন, বিদ্যালয়ের এই লাইব্রেরিতে একশ’ বছরের পুরোনো বইও রয়েছে। বিখ্যাত সব লেখকের বই পড়ে জ্ঞানার্জনের জন্য শিক্ষার্থীদের তাগিদ দেন তিনি। অনুষ্ঠানের অতিথি আহাদ আলী মোল্লা ও আহসান হাবিব শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন।