বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় দু’দিনব্যাপী ৩৯তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবাব বিকেলে সদর উপজেলা হলরুমে পুরস্কার বিরতণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (শিক্ষা ও আইসিটি) ফকরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এএইসএএম শামীমুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার আব্দল্লা আল সামী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি আমন্ত্রিত অতিথি ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল সদস্যদের সাথে নিয়ে সবাই মিলে জাতীয় সঙ্গীত গেয়ে অনুষ্ঠানকে মুখোরিত করে তোলা হয়। পরে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ উপস্থিত সকলের উদ্দেশে বলেন, আমি জানি আপনারা অধীর আগ্রহে অপেক্ষায় আছেন বিজয়ের পুরস্কার হাতে নেয়ার। আমি বক্তব্য দিয়ে কারও মন খারাপ করবো না। শেষে একটা কথাই বলবো, আমরা সামনে এগিয়ে যাবো। এরপর অনুষ্ঠানের উপস্থাপক সহকারী কমিশনার (ভূমি) মাসুদুল আলম একে একে পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানের নাম ঘোষণা করে পুরস্কার তুলে দেন। তারা হলেন, প্রথমে প্রাথমিক স্তরে জাতীয় সঙ্গীত পরিবেশনায় প্রাথমিক স্তরে, মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তরের ৯ জনকে পুরস্কার প্রদান করা হয়। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতার মাধ্যমিক ও কলেজ পর্যায়ে মোট ৬ জনকে পুরস্কৃত করা হয়। মেলার প্রকল্প উপস্থাপনায় জুনিয়র, সিনিয়র ও বিশেষ গ্রুপের মাঝে ৮ প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। বিজ্ঞান অলিম্পিয়াডে জুনিয়র ও সিনিয়র গ্রুপে ১০ জনকে পুরস্কার দেয়া হয়। বিজ্ঞান বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় জুনিয়র ও সিনিয়র গ্রুপের চ্যাম্পিয়ন, রানার্স আপ ও শ্রেষ্ঠ বক্তাসহ মোট ৬ জনকে পুরস্কৃত করা হয়। এছাড়াও উপস্থিত বক্তৃতায় জুনিয়র ও সিনিয়র গ্রুপের মোট ৬ জন বিজয়ীর মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।