স্টাফ রিপোর্টার: বাকপ্রতিবন্ধী ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত দু’কিশোরকে পরশু রাতে ধরে গতকাল শিশু কিশোর আইনে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়। অভিযুক্ত দু’শিশুর বিরুদ্ধে অভিযোগ গুরুতর হলেও বয়স নিয়ে আপত্তি ওঠেনি। জামিনের আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত দু’শিশুকেই জামিন দিয়েছেন। অপরদিকে গতকাল শেষ খবর পাওয়া পর্যন্ত বাকপ্রতিবন্ধী শিশুর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়নি। আজ ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হতে পারে।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের আলুকদিয়াস্থ আনসার ক্যাম্পের অদূরবর্তী মহল্লার এক দম্পতির ৯ বছর বয়সী শিশুকন্যা গতপরশু রোববার সন্ধ্যায় রক্তাক্ত অবস্থায় বাড়ি ফেরে। ধর্ষণের আলামত দেখে তার মা চমকে ওঠে। কে করলো এই সর্বনাশ? বাক-শ্রবণ প্রতিবন্ধী শিশু দেখিয়ে দেয় এক কিশোরকে। পরে পাওয়া যায় আরও এক শিশুর নাম। রক্তাক্ত শিশু কন্যাকে হাসপাতালে নেয়ার জন্য বাড়ি থেকে বের হতেই অভিযুক্ত কিশোরের পিতা হামলা চালান। বাকপ্রতিবন্ধী কন্যাশিশুকে সাথে নিয়ে আহত দম্পতি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পৌঁছে মেয়েকে ভর্তি করানোর পাশাপাশি নিজেরাও চিকিৎসা নেন। ধর্ষণের শিকার শিশুকন্যার পিতা বাদী হয়ে মামলা করেন। ওই রাতেই দু’কিশোরকে ধরে থানায় নেয়া হয়। গতকাল শিশু কিশোর আইনে দু’কিশোরকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়। জামিনের আবেদনের প্রেক্ষিতে শোনানি শেষে জামিন মঞ্জুর করেন আদালত।