মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জেলা আওয়ামী লীগের সদস্য আবু বক্কর বিশ্বাসের লাশ আজ মঙ্গলবার দেশে আসছে। বাংলাদেশ সীমান্তে তার লাশ গ্রহণ করবে বাংলাদেশ আওয়ামী লীগ মেহেরপুর জেলা শাখার নেতৃত্বে অঙ্গসংগঠন। এ উপলক্ষে সকাল ৬টার দিকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ১৫ থেকে ২০টি গাড়ি দর্শনা সীমান্তে অপেক্ষা করবে। সেখান থেকে সকাল ৭টায় তার লাশ গ্রহণ করা হবে। প্রথমে তার লাশ নেয়া হবে মেহেরপুর শহরের হোটেল বাজারস্থ বাড়িতে। দুপুরে তার লাশ নেয়া হবে নিজ গ্রাম সদর উপজেলার আমদহ গ্রামে। বিকেল ৩টার দিকে আমদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়মাঠে নামাজে জানাজা শেষে গ্রাম্যকবরস্থানে তার লাশ দাফন করা হবে।
উল্লেখ্য, তিনি ক্যান্সার রোগে ভুগছিলেন। প্রায় দু’মাস আগে তিনি ভারতের কোলকাতার ঠাকুরপুর ক্যান্সার হাসপাতালে চিকিৎসা নিতে যান। গত রোববার রাত ৮টার দিকে তিনি সেখানে মারা যান।