আলমডাঙ্গা ব্যুরো: এবার মোটরসাইকেল চুরির সাথে জড়িত থাকার সন্দেহে গোবিন্দপুরের বাপ্পীকে আটক করেছে আলমডাঙ্গা থানা পুলিশ।
জানা গেছে, আলমডাঙ্গা শহরের হাফিজমোড়স্থ ডাক্তার লিয়াকতের চেম্বারের সামনে থেকে গত ৩ ফেব্রুয়ারি ১টি মোটরসাইকেল চুরি হয়। ওই মোটরসাইকেল চুরির সাথে জড়িত থাকার সন্দেহে গতকাল রোববার দুপুরে শহরের গোবিন্দপুর এলাকা থেকে থানা পুলিশ বাপ্পীকে আটক করেছে। বাপ্পী গোবিন্দপুরের আইজাল হোসেনের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য, বিস্ফোরক, নারী ও শিশু নির্যাতন, প্রতারণা, মারপিট ও চুরি ডাকাতিসহ ৮টি মামলা রয়েছে। গতকালই তাকে সংশ্লিষ্ট মামলায় আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।