মেহেরপুর অফিস: দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী ও বর্তমান রাজনীতির প্রেক্ষাপট বর্ণনা করে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত লিফলেট বিতরণ কর্মসূচি সমাপ্ত করেছে। মেহেরপুর জেলা বিএনপি গত ১ মার্চ থেকে শুরু করে মুজিবনগর, গাংনী, সদর উপজেলাসহ পৌর এলাকার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ প্রচারণায় অংশ নেয়। ৪র্থ দিনের মতো এই কর্মসূচি মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ মাসুদ অরুন গতকাল রোববার বেলা ১২টায় সমাপ্তি ঘোষণা করেন। এ সময় জেলা বিএনপি’র সহসভাপতি আব্দুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।