চুয়াডাঙ্গা দর্শনার আকন্দবাড়িয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযান
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা দর্শনার আকন্দবাড়িয়ার শাহাজাহানকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গতকাল রোববার সকাল ৭টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করে। এসময় ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, তারা গোপন সংবাদ ভিত্তিতে খবর পায় চুয়াডাঙ্গা দর্শনা আকন্দবাড়িয়ার মৃত আব্দুল কাদেরের ছেলে শাহাজাহান মিয়ার বাড়িতে ইয়াবা রয়েছে। এমন খবরের ভিত্তিতে গতকাল রোববার সকাল ৭টার দিকে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে। এসময় শাহাজাহানের শোবার ঘর তল্লাশি করে বালিশের নিচ থেকে ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক বিশ্বাস মফিজুল ইসলাম জানান, শাহাজাহান স্থানীয় এক পত্রিকার সাংবাদিক পরিচয় দিলেও সে কোনো পরিচয়পত্র দেখাতে পারেনি।