স্টাফ রিপোর্টার: পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তামিম ইকবালের দল পেশোয়ার জালমির কাছে হেরেছে মুস্তাফিজের লাহোর কালান্ডার্স। গত শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে ১০ উইকেটের জয় পেয়েছেন তামিমরা।
প্রতিপক্ষের দেয়া ১০১ রানের সহজ লক্ষ্যে শুরু থেকে দেখেশুনে খেলতে থাকেন তামিম। অপরপ্রান্তে কিছুটা মারমুখী ছিলেন আকমল। এই দুজনের ওপেনিং জুটিতে ১৩.৪ ওভারে জয় নিয়ে মাঠ ছাড়েন তারা। ৩৫ বলে ৪টি চারের মারে ৩৭ রান করেন তামিম। আর ৪৭ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৫৭ রান করেন আকমল। মুস্তাফিজ দুই ওভারে দিয়েছেন ১০ রান।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ১৭.২ ওভারে মাত্র ১০০ রানে গুটিয়ে যায় লাহোর কালান্ডার্স। ১৭ বলে ৪টি চার ও ২টি ছক্কায় সর্বোচ্চ ৩০ রান করেন ফখর জামান। পেশাওয়ারের হাসান আলী ও লিয়াম ডসন ৩টি করে উইকেট নেন।