জীবননগর ব্যুরো: প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় হামলার শিকার হয়েছে এক স্কুলছাত্রী। হামলাকালে এলাকাবাসী ধরে গণধোলাই দিয়েছে সোহাগকে। গতকাল রোববার জীবননগর শহরের কাজিপাড়ার একটি কোচিং সেন্টারের নিকট এ ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মনোহরপুরের মেয়ে জীবননগর শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তার পিছু লেগেছে পুরতন তেঁতুলিয়া গ্রামের মনির হোসেনের ছেলে কারখানা শ্রমিক সোহাগ। গতকাল রোববার ভোরে সে কাজিপাড়ার একটি কোচিং সেন্টারে প্রাইভেট পড়তে আসছিলো। এসময় সোহাগ প্রেম নিবেদন করে তাকে জোরপূর্বক জাপটে ধরে। এ সময় স্কুলছাত্রী চিৎকার করলে সোহাগ তাকে মারপিট করতে থাকে। স্কুলছাত্রীর চিৎকারে এলাকাবাসী ছুটে এসে সোহাগকে ধরে গণধোলাই দিয়ে বেধে রাখে। পরে তাকে উপজেলা নির্বাহী অফিসারের নিকট সোপর্দ করা হয়। পরিবারের সদস্যরা মুচলেকা দিয়ে তাকে মুক্ত করে বলে জানা গেছে।