কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদার কুড়ুলগাছি প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে জীবননগরের মনোহারপুর একাদশ জয়ী হয়েছে। মনোহারপুর একাদশ ৮৬ রানে কুড়ুলগাছি একাদশকে পরাজিত করে। গতকাল রোববার বিকেল ৩টায় কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয়মাঠে টস জিতে প্রথমে মনোহারপুর একাদশ ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১৫ ওভারে ১৪৯ রান করে। ১৫০ রানের লক্ষ্যমাত্র নিয়ে কুড়ুলগাছি একাদশ ১২ ওভার ১বলে ৬৩ রানে অলআউট হয়ে যায়। ম্যান অব দ্য ম্যাচ হন খালিদ। খেলা পরিচালনা করেন রাজু আহম্মদ ও হাবিব। খেলাটি শ’ শ’ দশর্ক উপভোগ করে।