চুয়াডাঙ্গার কৃষ্ণপুর-সুবদপুরে আওয়ামী লীগের উঠান বৈঠকে এমপি আলী আজগার টগর
দর্শনা অফিস/বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার কৃষ্ণপুর-সুবদপুরে আ.লীগের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আ.লীগের আয়োজনে গতকাল রোববার বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের কৃষ্ণপুর-সুবদপুর গ্রামে অনুষ্ঠিত দলীয় নেতাকর্মীদের সাথে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর বলেন, বাংলাদেশ আ.লীগ জন্মলগ্ন থেকেই দেশ ও জনগণের কল্যাণে কাজ করে আসছে। অকুতভয় নেতা বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তে ভেজা এ দলটি আপামর জনতার হৃদয়ের মণি কোটায় স্থান করে নিয়েছে। এ দেশের মানুষ যার জলন্ত প্রমাণ দিয়েছে পরপর দুটি জাতীয় নির্বাচনে। জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গোটা দেশে চলছে উন্নয়নমূলক কার্যক্রম। দেশ এখন উন্নয়নের মহাসড়কে। তাই দেশের মানুষ আবারও ঝুকেছে শেখ হাসিনা সরকার গঠনে। মনে রাখতে হবে বঙ্গবন্ধুর প্রাণের এ সংগঠনটিকে সুসংগঠিত রাখতে সকলকে নিষ্ঠার সাথে নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। আ.লীগ সরকারের উন্নয়ন দেখে ঈর্ষান্বিত হয়ে বিএনপি-জামায়াত জোট উঠে-পড়ে লেগেছে তা নস্যাৎ করতে। দেশবাসী এখন বুঝতে শিখেছে, সেক্ষেত্রে জনগণই গোপন ব্যালটের মাধ্যমে নৌকা প্রতীকে ভোট দিয়ে তার উচিৎ জবাব দেবে। তাই আসুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দীপ্ত শপথ নিই, স্বাধীনতা বিরোধী অপশক্তি ও বিরোধী দলের আরাজকতাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করে দেশের উন্নয়ন ধারা ধরে রাখতে আবারও নৌকা প্রতীকের পক্ষে কাজ করি। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আ.লীগ নেতা আ. বারী, বেগমপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক হামিদুল্লাহ বিশ্বাস, দামুড়হুদা উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহমেদ রিংকু, অপু সরকার প্রমুখ।