আলমডাঙ্গা ব্যুরো: সাধুসঙ্ঘে উপস্থিত হয়ে মাদক নির্মূলে লালনপন্থী বাউলদের সহযোগিতা চাইলেন আলমডাঙ্গা থানার পুলিশ কর্মকর্তা। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার পোয়ামারি গ্রামে অনুষ্ঠিত দু’দিনব্যাপী সাধুসঙ্ঘ ও বাউলগানের আসর উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) লুতফুল কবীর বাউলদের নিকট এ অনুরোধ করেন।
পোয়ামারি গ্রামের ব্যাংক কর্মকর্তা মাহফুজ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সাধুসঙ্ঘ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী অধ্যাপক কবি আসিফ জাহান, সাংবাদিক রহমান মুকুল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু বকর সিদ্দিকী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাউলশিল্পী লতিফ শাহ।
আতিক বিশ্বাসের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদুল হক চঞ্চল ম-ল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তৌহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল ক্যাপ, সিরাজুল ইসলাম, আব্দুল গনি, ফকির চাঁদ, হাশেম আলী, লিয়াকত আলী প্রমুখ। অন্যান্যের মধ্যে বাউল সঙ্গীত পরিবেশন করেন একুশে পদকপ্রাপ্ত খোদাবক্স শাহ’র পুত্র আব্দুল লতিফ শাহ, ইসলাম শাহ, মন্টু শাহ, হামিদুল ইসলাম শাহ প্রমুখ বাউলশিল্পীগণ।