আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার বাবুপাড়ার জাহাঙ্গীরকে আবারও পুলিশ গ্রেফতার করেছে। এবার মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য সন্দেহে গতকাল শনিবার সকালে পুলিশ তাকে শহরের লালব্রিজ এলাকা থেকে আটক করে।
জানা গেছে, আলমডাঙ্গা আনন্দধামের মৃত ইউনুস আলীর ছেলে জাহাঙ্গীর আলম। বর্তমানে তিনি শহরের বাবুপাড়ায় বসবাস করেন। বিভিন্ন অভিযোগে পুলিশ বেশ কয়েকবার তাকে আটক করে। কয়েক মেয়াদে কারাভোগও করেছেন। গতকাল শনিবার সকালে শহরের লালব্রিজ এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। থানা পুলিশসূত্রে জানা গেছে, গত ১ ফেব্রুয়ারি বাবুপাড়ার মৃত আক্কাস আলীর ছেলে মহিনুলের একটি ডিসকভার-১৩৫ সিসি মোটরসাইকেল চুরি হয়। ওই মামলার সন্ধিগ্ধ আসামি হিসেবে পুলিশ তাকে আটক করে। গতকালই তাকে সংশ্লিষ্ট মামলায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে।