মেহেরপুর অফিস: শৃঙ্খলা ভঙ্গের দায়ে মেহেরপুর প্রেসক্লাবের সদস্য পদ বাতিলসহ ৭ জনকে প্রেসক্লাব থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন- সাংবাদিক তোযাম্মেল আযম, মিজানুর রহমান, মাহবুবুল হক পোলেন, ইয়াদুল মোমিন, আবু নাসের চৌধুরী, মুজাহিদ মুন্না ও দিলরুবা খাতুন। মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আল আমিন হোসেন ও সাধারণ সম্পাদক রফিকুল আলম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে- ঐতিহ্যবাহী সংগঠন মেহেরপুর প্রেসক্লাবের সদস্য হয়েও সংগঠনের গঠনতন্ত্র পরিপস্থি মেহেরপুর জেলা প্রেসক্লাব নামের সংগঠন করার প্রত্যয়ে ব্যানার ঝুলানো এবং অন-লাইন পোর্টাল ও কুষ্টিয়া থেকে প্রকাশিত একটি পত্রিকাতে নতুন কমিটি ঘোষণা দেয়ায় মেহেরপুর প্রেসক্লাবের পক্ষ থেকে গত ২৪ জানুয়ারি/১৮ বহুল প্রচলিত আঞ্চলিক দৈনিক মাথাভাঙ্গাতে তাদের কারণ দর্শানো ও সতর্কীকরণ গণবিজ্ঞপ্তি দেয়া হয়। বিজ্ঞপ্তিতে ৭ (সাত) কর্ম দিবসের মধ্যে প্রেসক্লাবের সভাপতি বরাবর লিখিতভাবে কারণ দর্শানোর জন্য অনুরোধ করা হয়। এতে কর্ণপাত না করে তারা আচারণ বিধি লঙ্ঘন করেছেন। মেহেরপুর প্রেসক্লাবের শৃঙ্খলা ভঙ্গের দায়ে গত ১৭-০২-২০১৮ তারিখের কার্যনির্বাহী কমিটির জরুরি অধিবেশনে আলোচনা শেষে বিদ্যমান গঠনতন্ত্রের ৮(গ) ধারা মোতাবেক উল্লেখিত ৭ জনের মেহেরপুর প্রেসক্লাবের সদস্য পদ বাতিল এবং প্রেসক্লাবের পদ ও পদবী হতে চিরতরে বহিষ্কার ও বিলুপ্ত করা হয়েছে।