মেহেরপুর অফিস: ‘পরিকল্পিত পরিবারে গড়বো দেশ, উন্নয়ন আর সমৃদ্ধির বাংলাদেশ’ প্রতিপাদ্যে মেহেরপুরে দু’দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১০টায় জেলা প্রশাসক পরিমল সিংহ শহরের শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে এ মেলার উদ্বোধন করেন। পরে শহীদ মফিজুর রহমান মুক্তমঞ্চে জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার উপপরিচালক খায়রুল হাসান, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক বিকাশ কুমার দাস, সহকারী পুলিশ সুপার লিয়াকত হোসেন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. অলোক কুমার দাস, প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন ও জেলা পরিষদ সদস্য শামিম আরা হীরা। পরে জেলা প্রশাসক স্টল ঘুরে ঘুরে দেখেন। এবার মেলায় ২০টি স্টল অংশ নিয়েছে।
এছাড়াও বিশেষ আয়োজনে নব দম্পতি ও একসন্তান বিশিষ্ট দম্পতিদের সংবর্ধনা প্রদান ও কুইজ প্রতিযোগিতাসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলার সমাপনী দিনে রচনা ও বিতর্ক প্রতিযোগিতাসহ বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হবে।