দামুড়হুদার কুতুবপুরে চাচার ইটের আঘাতে ভাতিজা জখম

স্টাফ রিপোর্টার: দামুড়হুদার কুতুবপুর পশ্চিমপাড়ার রেজাউল হকের মাথায় ইট দিয়ে মেরে জখম করেছে তারই আপন চাচা পিজির উদ্দীন। রেজাউল হক ওই এলাকার মৃত খলিল উদ্দীনের ছেলে। গতকাল শনিবার সকালে রেজাউল হককে রক্তাক্ত জখম অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় রেজাউল হক ও তার পরিবারের অন্যান্য সদস্যরা বলেন, কার্পাসডাঙ্গার কুতুবপুর গ্রামের হঠাৎপাড়ায় তার দাদার জমিতে দীর্ঘদিন আগে আমের বাগান করে রেজাউল হক। কদিন আগে আম বাগানের দখল নেয় তারই আপন চাচা পিজির উদ্দীন। এ নিয়ে বিরোধের জেরে গতকাল শনিবার সকাল ৯টার দিকে রেজাউল হক ও পিজির উদ্দীনের মধ্যে শুরু হয় বাগবিত-া। এরই একপর্যায়ে পিজির উদ্দীন ইট দিয়ে রেজাউল হকের মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হন। খবর পেয়ে পরিবারের অন্যান্য সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।

Leave a comment