জীবননগর ব্যুরো: ড. রেজাউল করিম শান্তি জীবননগর উপজেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হয়েছে। গতকাল শনিবার শিক্ষা বিভাগ তাকে শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত করা হয়। ড. রেজাউল জীবননগর উপজেলার উথলী কলেজের বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষক। জীবননগর উপজেলা সুবলপুর গ্রামের কৃতি সন্তান ড. রেজাউল করিম শান্তি ইসলামী বিশ্ববিদ্যালয় হতে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি শিক্ষা জীবন শেষে উথলী কলেজে বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষক হিসেবে যোগদান করেন। ফোকলার সাহিত্যে তিনি পিএইডি ডিগ্রি লাভ করেন। উথলী কলেজে শিক্ষাদানে কৃতিত্বের স্বাক্ষর রাখায় এ বছর তাকে সেরা কলেজ শিক্ষকের সম্মান প্রদান করা হয়।