কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সদর উপজেলায় কুমার নদ থেকে ভাসমান অবস্থায় এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বয়স আনুমানিক ৩০-৩৫ বছর হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে আবদালপুর ইউনিয়নের পান্তাপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালমর্গে পাঠানো হয়েছে।
আবদালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার বলেন, বিকেলে স্থানীয় বাসিন্দারা নদের ধারে গিয়ে দেখতে পান পানিতে একটা লাশ ভেসে আছে। বিষয়টি ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় জানানো হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। রাত ৮টা পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, লাশের বয়স আনুমানিক ৩০-৩৫ বছর। পরনে লুঙ্গি ও শাদা জামা। কোমরে চাবি ও হাতে ব্রেসলেট আছে।