আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ উপজেলার নান্দবার গ্রামে অভিযান চালিয়ে মানবপাচার মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি জহুরুলকে গ্রেফতার করেছে। গতকাল শনিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে পুলিশ।
জানা গেছে, উপজেলার নান্দবার গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে জহুরুল ইসলাম দীর্ঘদিন ধরে আদমব্যবসা করে আসছিলো। তার বিরুদ্ধে আদালতে মানবপাচার মামলা হলে আদালত ওই মামলায় ১ বছরের সাজা প্রদান করে। সাজাপ্রাপ্ত আসামি হয়ে দীর্ঘদিন পালিয়ে বেড়ানোর পর গতকাল শনিবার সন্ধ্যার পর আলমডাঙ্গা থানার এসআই সাখাওয়াত জহুরুলকে গ্রেফতার করেন। আজ তাকে আদালতে সোপর্দ করা হতে পারে।