আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা শহর থেকে নাভানা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের বিক্রয় প্রতিনিধির মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সন্ধ্যায় শহরের হাফিজমোড়ে অবস্থিত ডাক্তার লিয়াকত আলীর চেম্বারের সামনে থেকে এ চুরির ঘটনা সঙ্ঘটিত হয়।
জানা গেছে, নাভানা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের আলমডাঙ্গার বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত পার্শ্ববর্তী গাংনী উপজেলার বাদিয়াপাড়ার বাবলু হোসেনের ছেলে বাচ্চু আহমেদ। অন্যান্য বিক্রয় প্রতিনিধির মতো তিনিও গতকাল শনিবার সন্ধ্যায় আলমডাঙ্গা শহরের হাফিজমোড়স্থ ডাক্তার লিয়াকত আলীর চেম্বারের সামনে হিরো হোন্ডা স্পিলিন্ডার প্লাস মোটরসাইকেলটি স্ট্যান্ড করে রেখে ডাক্তারের চেম্বারে ঢোকেন। ফিরে গিয়ে আর মোটরসাইকেলটি পাননি। এ ঘটনায় তিনি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।