আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার যাদবপুরের সুজনকে ইয়াবাসহ আটক করেছে থানা পুলিশ। গতকাল শনিবার আলমডাঙ্গা রেল স্টেশনের গণশৌচাগারের নিকট থেকে ইয়াবা বিক্রিকালে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, যাদবপুর গ্রামের মন্টুর ছেলে সুজন আলী দীর্ঘদিন ধরে মাদকব্যবসা করে আসছে। সুজন ঢাকা থেকে ইয়াবা ক্রয় করে নিয়ে এসে আলমডাঙ্গাসহ আশপাশ এলাকায় বিক্রি করে। গতকাল শনিবার সুজন আলমডাঙ্গা রেল স্টেশনে ইয়াবা বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এসআই একরামুল, এসআই বাকী বিল্লাহ ও এএসআই মোস্তফা কামাল অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার নিকট থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সুজনের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ তাকে আদালতে প্রেরণ করা হতে পারে।