চুয়াডাঙ্গা শুভতারা চাইল্ড হোম্স স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শুভতারা চাইল্ড হোম্স কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী ১৮টি ইভেন্টের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়। সকাল সাড়ে ৮টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন উজ্জ্বল। দিনব্যাপী বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। বিদ্যালয়ের অধ্যক্ষ নাসির উদ্দিন আহমেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন উজ্জ্বল। বিশেষ অতিথি ছিলেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আ. বারী। প্রতিযোগিতার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, শপথ পাঠ ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন বিদ্যালয়ের শিক্ষক জেসমিন আক্তার, রোকেয়া, ববি, শোভা ও রিপা ম্যাডাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র শিক্ষক নাজমা আহম্মেদ।