অচিরেই জেলা পরিষদের বেদখল সম্পত্তি উদ্ধার করা হবে

মেহেরপুর প্রেসক্লাবে মতবিনিয়ময়সভায় আলহাজ গোলাম রসুল

মেহেরপুর অফিস: অচিরেই মেহেরপুর-কুষ্টিয়া, মেহেরপুর-চুয়াডাঙ্গা ও মেহেরপুর-মুজিবনগর সড়কের পাশের বে-দখলীয় জেলা পরিষদের সম্পত্তি উদ্ধার শুরু করা হবে। গতকাল শুক্রবার রাতে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. গোলাম রসুল মেহেরপুর প্রেসক্লাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরও বলেন, জেলা পরিষদ তথা মেহেরপুরের উন্নয়নে উদ্ধারকৃত ওই সব জমিতে দোকান করে বরাদ্দ দেয়া হবে। মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আল আমিন হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন আরণ্য, সাধারণ সম্পাদক রফিকুল আলম, যুগ্ম-সম্পাদক মহাসিন আলী, দফতর সম্পাদক আবু আক্তার করণ, সদস্য ফারুক মল্লিক, সাংবাদিক ফজলুল হক মন্টু, ফারুক হোসেন, রাশেদুজ্জামান, মনিরুল ইসলাম, আসিফ ইকবাল, হামিদুর রহমান কাজল, বেন ইয়ামিন মুক্ত, উম্মে ফাতেমা রোজিনা প্রমুখ। প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. গোলাম রসুল আরও বলেন, সদর উপজেলার বারাদী বাজার, আমঝুপি বাজার, গাংনী, বামুন্দী ও কেদারগঞ্জ এলাকায় জেলা পরিষদের বহু জায়গা অবৈধভাবে দখল হয়ে গেছে। জেলা পরিষদের উন্নয়নে ওই সব বেদখল জমি সত্বর উদ্ধার করে জেলার উন্নয়নে প্রচুর দোকান করে ভাড়া দেয়া হবে। একই সময় তিনি মেহেরপুর প্রেসক্লাবের উন্নয়নের কথাও বলেন।