মেহেরপুর অফিস: বাংলাদেশ জাতীয় সামাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ) মেহেরপুর জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মেহেরপুর জেলা শাখা কার্যালয়ে আলোচনাসভা শেষে মনিরুজ্জামান সোহেলকে সভাপতি ও তরিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটি ঘোষণা দেয়ার আগে এক আলোচনাসভায় কমিটির আহ্বায়ক মনিরুজ্জামান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জাতীয় কৃষক জোটের সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা জেলা বাংলাদেশ জাসদের সভাপতি আনোয়ারুল ইসলাম বাবু। এসময় বাংলাদেশ জাসদের মেহেরপুর শাখার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।