সরোজগঞ্জ প্রতিনিধি: বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের উপর প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা সদর উপজেলার ৬টি কলেজের মধ্যে (কলেজ পর্যায়ে) তেঁতুল শেখ কলেজ চুয়াডাঙ্গা সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতি ও অনুষ্ঠানের আহ্বায়ক চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভূমি অফিসার (এসিল্যান্ড) মাসিদুল আলম, চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও অনুষ্ঠানের সচিব বিকাস কুমার শাহা প্রমুখ। ২০১১ সালে কলেজটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ফলাফলের দিক দিয়ে জেলার ১ম স্থান অধিকার করে আসছে। এছাড়া ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও তেঁতুল শেখ কলেজের প্রতিষ্ঠাতা হাজি আব্দুল্লা শেখ জেলার শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় চুয়াডাঙ্গা জেলা শ্রেষ্ঠ শিক্ষানুরাগী পুরস্কার পেয়েছিলেন ২০১৬ ও ২০১৮ সালে চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘের শিক্ষানুরাগী পুরস্কার পান। এ বিষয়ে ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও তেঁতুল শেখ কলেজের প্রতিষ্ঠাতা হাজি আব্দুল্লা শেখ বলেন, তেঁতুল শেখ কলেজ জেলার শ্রেষ্ঠ হওয়াকে তিনি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ ও জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপিসহ সরোজগঞ্জ এলাকার মানুষ যেভাবে কলেজটি প্রতিষ্ঠায় সহযোগিতা করেছেন তাদের অবদানের কথা স্বীকার করেন। এ শ্রেষ্ঠত্ব এলাকার মানুষের। তিনি আরও বলেন, কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে এলাকার মানুষের যে সহযোগিতা পেয়েছি আগামীতে সে সহযোগিতা করার আহ্বান জানান।