জীবননগর মনোহরপুরে মোটরসাইকেল ও ইট ভাটার ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে আহত-৩

জীবননগর ব্যুরো: জীবননগর-চুয়াডাঙ্গা সড়কের মনোহরপুরে ইটভাটার বেপোয়ারা গতির মাটিবাহী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ওয়েভ ফাউন্ডেশনের দু কর্মকর্তা গুরুতর জখম হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে যশোর হাসপাতালে রেফার করা হয়েছে। এছাড়াও ধান্যখোলায় ইটভাটার একটি ট্রাক্টরের ধাক্কায় আহত হয়েছেন অপর এক মোটরসাইকেল আরোহী। দুর্ঘটনার খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান, ইউএনও ও ইউপি চেয়ারম্যানগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে মনোহরপুর বায়ারগাড়ি নামক স্থানে মা-বাবা ইটভাটার মাটিবাহী ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের দু অরোহীকে পিষ্ট করে। দুর্ঘটনায় ওয়েভ ফাউন্ডেশনের কর্মকর্তা দর্শনা আজিমপুরের নিজাম মল্লিকের ছেলে ডাবলু (৪২) ও দর্শনা পুরাতন বাজারের পল্টু কুমার শীলের ছেলে প্রলয় কুমার(২৮) গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় চিকিৎসক তাদেরকে যশোর হাসাপাতালে রেফার করেন। এ ঘটনায় স্থানীয় এলাকবাসী মা-বাবা ইট ভাটার ট্রাক্টরটি আটক করে উপজেলা নির্বাহী অফিসারের নিকট হস্তান্তর করে। পরবর্তীতে ট্রাক্টরটি থানায় পাঠিয়ে দেয়া হয়।
অপরদিকে, বুধবার বিকেলে জীবননগর বাঁকা আঁশতলাপাড়ার তৈয়ব আলীর ছেলে জীবননগর বাজারের আড়ৎ ব্যবসায়ী সুমন (২৭) সীমান্ত ইউনিয়নের ধান্যখোলা গ্রামে ক্রিকেট খেলা দেখে বাড়ি ফেরার পথে নারায়ণপুর শিথিল ইট ভাটার সামনে পৌছুলে ইটভাটার একটি ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। রাস্তার পাশের গর্তে পড়ে তিনি মারাত্মক আহত হয়েছেন।
এদিকে, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান ও সীমান্ত ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে খবর পাওয়া গেছে।